সংস্কার ছাড়া নির্বাচন নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হলে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (৬ জুলাই) রাজধানীতে আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, “জাতীয় ঐক্যের মধ্য দিয়েই দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে সেই ঐক্য হতে হবে আন্তরিক ও কার্যকর।”
পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই ওই অঞ্চলে অস্থিরতা চলছে। পাঁচ দশক পার হলেও সেখানকার সংকটের স্থায়ী সমাধান হয়নি। তিনি মনে করেন, জাতীয় নিরাপত্তা নিয়ে ভাবতে হলে এমন স্পর্শকাতর বিষয়গুলোতেও ঐকমত্য প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পররাষ্ট্রনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ধরণও বদলায়। তাই কোন কোন বিষয়ে জাতীয়ভাবে স্থায়ী ঐক্য থাকবে, তা স্পষ্ট করতে হবে।
আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে ফিরে না আসে, এই বিষয়ে সবাইকে একরকম অবস্থান নিতে হবে। তা না হলে তারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।”