ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো: নাহিদ ইসলাম। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে এ দপ্তর বণ্টন করেছেন।
শুক্রবার (০৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মো: নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। তার বাড়ি ঢাকার বনশ্রীত এলাকায়। বনশ্রী সরকারি স্কুল থেকে এসএসসি এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাহিদ ইসলাম।
নাহিদ ২০১৬-১৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি মাস্টার্স প্রোগ্রাম (এমএসএস) অধ্যায়নরত রয়েছেন একই বিভাগ থেকে। এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার বাবার নাম মো: বিল্লাল হোসেন ও মা রোকসানা বেগম। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন তিনি।
সেখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে আসিফ মাহমুদ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।