তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের কাছে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) সন্ধ্যার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা।
এসময় তিনি বলেন, ‘তরুণদের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে এক যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে অনেকে জীবন দিয়েছেন। যুবসমাজের আত্মত্যাগ আমাদের সামনে একটি বড় সুযোগ তৈরি করে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা এই সুযোগ কিছুতেই হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যে দিয়ে তরুণরা এক নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সমর্থন প্রয়োজন।’
প্রধান উপদেষ্টা বলেছেন, ‘যুবসমাজের সামনে কোনও স্বপ্ন ছিলো না। স্বৈরাচার সরকার তাদের স্বপ্ন ও ভবিষ্যৎকে একেবারে ধ্বংস করে দিয়েছিলো। তাই তরুণরা স্বৈরাচারের পতন ঘটাতে গুলির সামনে দাঁড়াতে পিছুপা হয়নি।’
বিদেশি বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণরা যে প্রত্যয় ও সাহস দেখিয়েছেন, তা আমাদেরকে অভিভূত করেছে। গুলির সামনে দাঁড়িয়ে তারা পঙ্গুত্ববরণ করতে পিছিয়ে যায়নি। তরুণদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনাদেরকে পাশে চাই।’
জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার উদ্দেশে নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ব্যস্ত সময় পার করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের পাশাপাশি আরো বেশ কয়েকটি বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেন।