পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে, তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে। এমনটা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় এসব কথা বলেছেন তিনি।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ একং লিফলেট বিতরণ কর্মসূচি পালনের জন্য মঙ্গলবার নারায়ণগঞ্জে আসেন হাসনাত ও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিনসহ অন্যান্যরা।
হাসনাত বলেছেন, তরুণদের বাদ দিয়ে যদি কোনও এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয় তা মেনে নিবো না। ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে, যেসব মিডিয়া কাজ করবে, তাদের বিরুদ্ধে থাকবে তরুণরা।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না সেটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যায়ের প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় আনতে হবে।
হাসনাত বলেন, আ. লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদের পুনর্বাসন করার চেষ্টা করবে, আমরা ধরে নেব গত ১৬ বছর আ. লীগ জাহিলিয়াতের যে রাজনীতি করেছে, তাতে তারা সব ধরণের সহযোগিতা করেছে। বিগত দিনে দুর্বৃত্তায়ন ও প্রতিহিংসার রাজনীতি তরুণ সমাজকে একেবারে আশাহত করেছে। তরুণ সমাজের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। সেই জন্য তরুণ সমাজ রাস্তায় নেমেছে।