তাইজুলের বিধ্বস্ত বোলিংয়ে, জয়ের খুব কাছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টের চতুর্থ দিনে দুর্দান্ত রকমভাবে নিউজিল্যান্ডকে চেপে ধরে টাইগার বাহিনী। তাইজুলের বিধ্বস্ত বোলিংয়ে দাঁড়াতেই পারেনি কিউই কোনো ব্যাটার। চতুর্থ দিন শেষে ৩৩২ রানের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ড সংগ্রহ করতে পেরেছে মাত্র ১১৩ রানে গেছে ৭ উইকেট। জয়ের জন্য এখনও ব্ল্যাক ক্যাপসদের চাই ২১৯ রান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৩৮ রান। প্রথম ইনিংসে টাইগাররা থামে দলীয় ৩১০ রানে। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৭ রানে লিড নিতে পেরেছিল নিউজিল্যান্ড।
নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে টাইগার বোলারদের মোকাবেলায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে ব্ল্যাক কাপস ব্যাটিং শিবির। একমাত্র ব্যাটার ডেরিল মিচেল ছাড়া কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ব্ল্যাক কাপসদের প্রথম চার ব্যাটারের মধ্যে ২০ রানের ঘর ডিঙাতে পেরেছেন কেবল হেনরি নিকোলস। তিনি করেন ২২ রান।
আর ডেরিল মিচেলের পরের বাকি তিন ব্যাটারের মধ্যে মাত্র একজন কেবল ১০ রানের ঘর ছুঁতে পেরেছেন। গ্লেন ফিলিপস করেছেন ১২ রান। কেবল পাঁচে নামা কিউই ব্যাটার ডেরিল মিচেল একপ্রান্ত দলকে আগলে রাখার চেষ্টা করেছেন। চতুর্থ দিন শেষে ব্লাক কাপসদের হাতে আছে মাত্র ৩ উইকেট