বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবালের আকস্মিক অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিমের দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন তিনি।
সোমবার (২৪ মার্চ) শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোকের প্রতীক কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখেন “বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।”
এদিকে, বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। দ্রুত তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।
তার অবস্থা সংকটাপন্ন থাকায় তাৎক্ষণিকভাবে ঢাকায় আনা সম্ভব হয়নি। ফলে ঢাকা থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সাভারে গিয়ে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসকদের তথ্যানুযায়ী, তামিম ইকবালের হৃদযন্ত্রে শতভাগ ব্লক ধরা পড়েছে, যার কারণে জরুরি ভিত্তিতে তার হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার ওপর চিকিৎসকরা সার্বক্ষণিক নজর রাখছেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তামিম ইকবালের অবদান অনস্বীকার্য। তার এমন অসুস্থতায় ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দেশবাসী তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে।