তালাক দেয়ায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো: আবুল কালাম শেখ নামে এক ভুয়া ইঞ্জিনিয়ারকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিআইডি।
আটককৃত আবুল কালাম শেখ বাগেরহাট জেলার মোংলা থানার আরাজি মাকর ঢোন গ্রামের মো: আব্দুস সালাম শেখের ছেলে।
সিআইডি সূত্র জানায়, জাহাজের খালাসি আবুল কালাম শেখ জাহাজের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিয়ে ফেসবুকে এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তার প্রথম স্ত্রী-সন্তানের তথ্য গোপন রেখে ওই কলেজ ছাত্রীকে বিয়ে করেন।
এর বেশ কিছুদিন পর মারধরসহ নানা ভাবে নির্যাতন শুরু করলে ওই ভিকটিম আবুল কালামকে তালাক দেন। তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে ভিকটিমের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেন।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে লালবাগ থানায় মামলা দায়ের করলে সিআইডি মামলার তদন্ত শুরু করে। পরে সিআইডির তদন্তকারী কর্মকর্তা এসআই মো: খায়রুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক টিম মোংলা থেকে আবুল কালামকে আটক করে আদালতে প্রেরণ করে।