দেশের তিন জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এছাড়া, আবহাওয়ার আরও একটি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে যারা নদীপথে চলাচল করেন বা ঝড়ের সময় বাইরে অবস্থান করতে হতে পারে, তাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।