সোমবার, ১২ মে, ২০২৫

তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ জুলাই আন্দোলনের আহতদের

বিশেষ সংবাদ

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহত আন্দোলনকারীরা। রোববার (১১ মে) সকাল থেকে তাঁরা ‍‘জুলাই মঞ্চ’ তৈরি করে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল আংশিক ব্যাহত হয়।

আন্দোলনকারীরা দাবি তুলেছেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা।

আন্দোলনকারীদের ভাষ্য, ‘জুলাই’ কেবল একটি মাস নয়, এটি এখন প্রতিরোধের প্রতীক। এই আন্দোলনকে কোনো দলের ব্যানারে হারিয়ে যেতে দেওয়া যাবে না।’ তাঁরা আরও বলেন, আহত অবস্থায় বেঁচে থাকলেও আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আওয়ামী লীগকে ‘ভারতের রাজাকার’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, “নাটক নয়, বাস্তবিক আইন প্রয়োগের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করতে হবে। শুধু ঘোষণা নয়, তার বাস্তব রূপ চাই।”

আন্দোলনকারীরা আহতদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি ঘোষণা এবং বাস্তবায়নের দাবিও জানিয়েছেন। পাশাপাশি রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ ঘোষণা চান তাঁরা।

এ বিষয়ে এক আহত বলেন, “আমাদের দাবিগুলো রাজনৈতিক নয়, মানবিক। আমাদের শরীরে গুলি লেগেছে, তবুও রাজপথ ছাড়িনি। যতদিন না দাবির বাস্তবায়ন হয়, ততদিন সরে যাওয়ার প্রশ্নই আসে না।”

এর আগে শনিবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, “আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব, আন্দোলনকারীদের নিরাপত্তা এবং সাক্ষীদের সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।”

এদিকে আন্দোলনের কারণে শাহবাগ ও এর আশপাশে যানজট দেখা দেয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, “জনদুর্ভোগ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু নিজেদের অধিকারের জন্য শান্তিপূর্ণ অবস্থান করতেই হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: অভিনেতা আরিফিন শুভ

ভারতের এক ক্যাফেতে বসে নিরুত্তাপ কণ্ঠে চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, “আমি সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না।” 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর...

উটের দুধের ব্যবসা শুরু করছেন মিষ্টি জান্নাত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার পর্দার বাইরেও চমক নিয়ে হাজির। ক্যামেরার পেছনে সময় কাটালেও তিনি বসে নেই—ব্যবসায়ী রূপে শুরু করতে যাচ্ছেন এক ব্যতিক্রমধর্মী...

জনপ্রিয়

অপরাধ

তাপদাহে ঘরছাড়া জীবিকা, বিপাকে শ্রমজীবী মানুষ

রোদের আগুনে যেন ঝলসে যাচ্ছে জনপদ। বাতাসে নেই বিন্দুমাত্র শীতলতা, বরং ঘামে ভিজছে শরীর, কষ্টে কাঁপছে জনজীবন। বগুড়াসহ সারা দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে...

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১১ মে)...

তাপদাহে ঘরছাড়া জীবিকা, বিপাকে শ্রমজীবী মানুষ

রোদের আগুনে যেন ঝলসে যাচ্ছে জনপদ। বাতাসে নেই বিন্দুমাত্র শীতলতা, বরং ঘামে ভিজছে শরীর, কষ্টে কাঁপছে জনজীবন। বগুড়াসহ...

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

গরমে ঘরে বসেই ফিরিয়ে আনুন ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা

বৈশাখের শেষ দিকে গ্রীষ্মের তেজ যেন আরও চড়া হয়েছে। তীব্র রোদ, ধুলাবালি আর ঘামের কারণে কেবল শরীর নয়,...