তিস্তা ক্যানেলে মাটি খনন করার সময় মাইন, মর্টারশেল, থ্রি নট থ্রি রাইফেল ও গ্রেনেড বেরিয়ে এলো। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের সিট রাজিব এলাকায় তিস্তা ক্যানেল খনন করার সময় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো ‘মুক্তিযুদ্ধের’ সময়ের বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, এস্কেভেটর দিয়ে ক্যানেলের মাটি খোঁড়ার সময় শ্রমিকরা ১টি পোটলার মধ্যে কিছু যন্ত্রাংশ দেখতে পায়। কিন্তু তারা এ বিষয়ে গুরুত্ব না দিয়ে তাদের কাজ করতে থাকেন।
পরে কয়েকজন শিশু সেগুলো নিয়ে খেলা শুরু করে। বিষয়টি স্থানীয় লোকজন দেখলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২টি মাইন, ১টি মর্টারশেল, ১টি থ্রি নট থ্রি রাইফেলের ভগ্নাংশ ও ১টি গ্রেনেড উদ্ধার করেন।
তিস্তা ক্যানেলে মাটি খোঁড়ার সময় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) মো: গোলাম সবুর জানান, মুক্তিযুদ্ধের সময় এসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল। রাইফেলটির যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে গেলেও মাইন ও মর্টারশেলটি সচল রয়েছে।
বর্তমানে ঘটনাস্থলটির নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে এসব মর্টারশেল ও মাইন নিষ্ক্রিয় করবেন।