আগামী কয়েকদিন দেশের আবহাওয়ার জন্য সুখবর নেই—জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে বাড়তে পারে তাপমাত্রা। বিশেষ করে দিনের বেলায় গরম আরও তীব্র হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বুধবার (৭ মে) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশের অধিকাংশ এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।
আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) দিনের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বাড়ার আশঙ্কা। শুক্রবার ও শনিবার (৯ ও ১০ মে) আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে গরম কমার সম্ভাবনা নেই, তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেও জানা যায়।
রোববার (১১ মে) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ঝড়বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র গরমের তীব্রতা কমবে না।
আবহাওয়া অফিস জানায়, পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়বে। একইসঙ্গে কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রা। এর মানে, আপাতত আরও কয়েকদিন তাপপ্রবাহের মধ্যেই থাকতে হবে দেশবাসীকে।
উল্লেখ্য, এপ্রিলের শেষদিক থেকে দেশে ব্যাপক গরম পড়ছে। কোথাও কোথাও দেখা দিচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। অনেক জায়গায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে