রাজধানীর তেজগাঁওয়ে আড়তে গত রাতেও আসেনি ডিমের ট্রাক। টানা ২ রাত তেজগাঁওয়ে ডিমের সরবরাহ আসেনি। ফলে কারওয়ান বাজারের কোনও দোকানেই আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ফার্মের মুরগির ডিম বিক্রি হতে দেখা যায়নি। শুধু দেশি মুরগি এবং হাঁসের ডিম পাওয়া যাচ্ছে, যদিও এর সরবরাহ কম।
রাজধানীর কৃষি মার্কেটের দোকানগুলোতে ডিম পাওয়া যাচ্ছে না। ৩টি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, শুধু একটি দোকানে ১৮০ টাকা ডজন দামে ডিম বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, কাপ্তান বাজার থেকে কোনোভাবেই ডিম কেনা যায়নি, সেই জন্য ভিন্ন ব্যবস্থায় ডিম সংগ্রহ করতে হয়েছে ব্যবসায়ীদের। অন্যান্য বাজারে ডিম রয়েছে, যদিও সরবরাহ অনেক কম।
রাজধানীর ৩টি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ফার্মের মুরগির সাদা ও লাল ডিম প্রতিডজন ১৮০ টাকা দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া পাড়ামহল্লায় প্রতিডজন ডিমের দাম ১৯০ টাকা পর্যন্ত উঠেছে।
ডিমের দাম কমানোর জন্য বাজারে অভিযানে নেমেছে সরকার। এতে দাম তেমন একটা কমেনি, বরং বেশ কিছু পাইকারি বাজারে ডিম বিক্রি বন্ধ হয়েছে অথবা বিক্রি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে সরবরাহে ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে।