বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার রাজাকারদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। সোমবার (১২ মে) রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়! লাখো শহীদের রক্তে কেনা, এই দেশটা কারও বাপের না! গোলাম আজম তুই রাজাকার, বাংলা কী তোর বাপ-দাদার?
পোস্টের ভাষা ও বক্তব্যে ছিল রাজাকার বিরোধী দৃঢ় অবস্থান। এরপরই আরেকটি পোস্টে তিনি স্পষ্ট করে দেন, ‘হাসিনাকে সরিয়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেই নাই।’
প্রসঙ্গত, আবু বাকের মজুমদার ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্বে ছিলেন। সেই সময়ে তাকে সাদা পোশাকধারীরা ধরে নিয়ে গিয়েছিল—এমন অভিযোগ সে সময় ছড়িয়ে পড়ে।
তার সাম্প্রতিক পোস্টে ফের আলোচনায় উঠে এসেছে রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক।