রাজধানীর কোনও থানায় মামলা না নিলে সেই থানার অফিসার ইনচার্জকে (ওসি) এক মিনিটেই বরখাস্ত করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।
সোমবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপি সদর দফতরে ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে অভিযোগ করে একজন অটোরিকশাচালক বলেন, আমাকে কামরাঙ্গীরচর এলাকায় রবিবার (২৪ নভেম্বর) ও এর আগে একদিন মারধর করা হয়েছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে ডিমপির কমিশনার সাজ্জাত আলী। বলেন, আপনি থানায় মামলা করেননি কেন? ঘটনাটি মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। আর মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটেই বরখাস্ত করা হবে।
এ সময় ডিমপি এলাকায় চাঁদাবাজির বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, রিকশা-ভ্যানে কোনও চাঁদাবাজি চলবে না। গরিব মানুষদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় টোকাইরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। পুলিশের কোনও সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গরিবদের কষ্টার্জিত টাকা কেউ নিলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির এই নতুন কমিশনার।