দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৌশিক রায় (২০) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
নিহত কৌশিক রায় উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকার রাম কৃষ্ণ রায়ের ছেলে। তিনি আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক ও ৩ নং ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।
দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্য‘র বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, এটি একটি অপমৃত্যু। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৌশিক রায়ের মৃত্যু হয়েছে। তার নিজের বাড়ির ওয়াশ রুম থেকে বের হওয়ার সময় নির্মাণাধীন টিনের দরজায় হাত লাগলে কৌশিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি আরও জানান, টের পেয়ে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানাকর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।