শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দীর্ঘ ১১ বছর পর মাউন্ট এভারেস্ট জয় আরেক বাংলাদেশির

বিশেষ সংবাদ

দীর্ঘ ১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন মো: বাবর আলী। রবিবার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। রবিবার বেসক্যাম্প টিমের বরাতে বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে লিখেছে, সৃষ্টিকর্তার কৃপায় এবং হাজারো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতি মাতা বাবর আলীকে ক্ষণিকের জন্য নিজের চূড়ায় স্থান দিয়েছেন। বেসক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। বাবর এখন আছে ক্যাম্প ৪-এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ করা সম্ভব নয়। তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে।

জানা গেছে, বাবর আলী গত সোমবার (০১ এপ্রিল) হিমালয়ের শীতিধার চূড়া জয়ের উদ্দেশ্যে রওনা দেন। চূড়াটি মাউন্ট এভারেস্ট পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট উপরে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানে তিনি বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান। দীর্ঘ ১১ বছর পর পঞ্চম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর আলী।

তবে বাবরের মূল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, তার সঙ্গে লাগোয়া পৃথিবীর ৪র্থ শীর্ষ পর্বত লোৎসেও জয় করা। রবিবার ক্যাম্প ৪-এ নেমে মাঝরাতে ২য় লক্ষ্যের পথে যাত্রা শুরু করবেন। লোৎসেতে এর আগে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে ২টি আট হাজারী শৃঙ্গে চড়েনি। বাবর আলীর লক্ষ্য পূরণ হলে সে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবেন।

চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে রওনা হন বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি এবং নানা সরঞ্জাম কেনার কাজ শেষে নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে লুকলার উদ্দেশে রওনা দেন তিনি। কয়েক সপ্তাহের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় তার লাগে ২ মাসের মতো।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবো: আইনজীবী পান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড আই খান পান্না। এ বিষয়ে তিনি বলেন, যদি সুযোগ হয় আমি শেখ...

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

রাজধানীর বিভিন্ন সড়ক আটকে অটোরিকশা চালকদের অবরোধ, রেল চলাচল বন্ধ

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা...