দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশে দুপুরের মধ্যে দুর্যোগের সম্ভাবনা। নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য জারি করা এক বিশেষ পূর্বাভাসে জানানো হয়, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার প্রভাবে নদীপথে চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
নদীপথে যাতায়াতকারী নৌযান ও যাত্রীরা যেন বিশেষভাবে সতর্ক থাকেন, সেজন্য এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নদীপথে চলাচলের আগে আবহাওয়া আপডেট দেখে নিন এবং নিরাপদ আশ্রয়ে থাকার চেষ্টা করুন। প্রকৃতির হঠাৎ রূপ বদলের মুহূর্তগুলোতে সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা।