এবার সারাদেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা প্রায় ৩২ হাজার ৬৬৬টি। এরমধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ১৫৭টি ও উত্তর সিটিতে ৮৮টি মণ্ডপ হবে।
এ সকল পূজামণ্ডপে সবসময় নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানিয়েছেন, আজান এবং নামাজের সময় পূজামণ্ডপে সব ধরনের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। আজানের ৫ মিনিট আগে সব বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের সকল পর্যায়ের নেতাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেছেন, বৈঠকে দুর্গাপূজায় মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্মাণকালীন সময় থেকে শুরু করে সার্বিক সময় নিরাপদ দেয়া হবে। অশুভ তৎপরতা রোধ করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। দেশের যেকোনো নাগরিক থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। রাতে অন্তত ৩ জন, দিনে ২ জন স্বেচ্ছাসেবক থাকবেন।
উপদেষ্টা আরো বলেন, দুর্গা পূজার সময় আরো একটি বড় সমস্যা দেখা দেয়, যেহেতু পূজার সময় আমাদের লোক ভারতে যাওয়া-আসা করে। এপারের লোকজন ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোকজন এপারে পূজা দেখতে আসেন।
এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজামণ্ডপ তৈরি করেন। যাতে আমাদের লোক ওপারে পূজা দেখার জন্য না যায়। ওপারের লোকজনও যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করেছি।