দুর্নীতি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) বিশেষ জজ আদালতের দেওয়া ৮ বছরের কারাদণ্ড বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট ।
তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ই জানুয়ারি রাজাধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।
২০০৪ সালের ২১ আগস্টে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সাবেক স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০০৭ সাল থেকে লুৎফুজ্জামান বাবর কারাগারে আছেন। এছাড়ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এবং দুর্নীতি মামলায় তাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।