দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) সকালেই চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার ও নোয়াখালীতে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। ধীরে ধীরে এ বৃষ্টি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। প্রথমে শুধু সিলেটে হচ্ছিলো, কিন্তু সেটা এখন চট্টগ্রাম ও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে সারাদেশে এটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ভোরবেলা থেকেই নোয়াখালী জেলার আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। সকাল ৮টার দিকে বেশ কয়েকটি জায়গায় থেমে-থেমে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর কিছু সময় পর তা মাঝারি আকার ধারণ করে। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
একইভাবে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে এ বৃষ্টির স্থায়িত্ব ছিলো মাত্র ৩ মিনিট। সামান্য এ বৃষ্টির দেখা পেয়েও মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সামনের দেনে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের এ ধারা আগামী বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। এরপর আবার তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া বৃহস্পতিবার সকালে বান্দরবানে থেমে-থেমে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। বাদ যায়নি বন্দরনগরী চট্টগ্রামও। সেখানেও ভোর থেকে থেমে-থেমে বৃষ্টিপাত হচ্ছে। বেশ কিছু জায়গায় বজ্রপাতের খবরও পাওয়া গেছে।