দেশের মূল জায়গাগুলোতে এখনও ফ্যাসিস্ট সরকারের দোসরা বসে আছে জানিয়ে পরিকল্পিতভাবে তারা আবারও উঠে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় সেলিমা রহমান বলেন, দেশের মূল জায়গাগুলোতে এখনো ফ্যসিস্ট সরাকারের দোসরা বসে আছে। পতিত সরকার পরিকল্পিতভাবে আবারও উঠে আসার চেষ্টা করছে। তবে তার ফিরে আসা এতটাও সহজ হবে না। ফ্যাসিস্ট সরকার বিগত ৩টি নির্বাচনে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে বলেও জানান বিএনপির এই নেত্রী।
তিনি আরও বলেন, দেশের শাসন কাজ পরিচালনা করতে অন্তর্বর্তীকালীন সরকার বার বার সরকার বাধার শিকার হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তত করতে হবে। আমরা চাই না বর্তমান সরকার ব্যর্থ হোক।