দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত ও নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তুরস্ক থেকে দেশে ফেরেন তিনি।
দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান ও ঢাকা মহানগর উত্তরের আমির মো: সেলিম উদ্দিন ও ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে দৈনিক আমার দেশ প্রত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ মাহমুদুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানিয়ে তিনি বলেন, এই শহীদের আমরা কখনও ভুলবো না। এসময় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।