শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জ সদর

দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আটক

বিশেষ সংবাদ

দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: নাজমুল হোসেন হীরাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ জুন) রাতে তাকে আটক করা হয়।

দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় সাবেক ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম মোস্তফা জানান, নাজমুল হোসেনের কলেজ পড়ুয়া স্ত্রী কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আশিকুর রহমানের আদালতে একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। ওই মামলায় নাজমুলসহ ৩ জনকে আসামি করা হয়।

তারা হলেন, ছাত্রলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং তার বড় ভাই জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মোশারফ হোসেন মোল্লা বাবু। এ মামলায় রবিবার রাতে অভিযান চালিয়ে নাজমুল হোসেন হীরাকে আটক করা হয়েছে।

মামলার বিবরণে বাদী জানিয়েছেন, জেলা শহরের কলেজে পড়া অবস্থাতেই তাকে জোরপূর্বক বিয়ে করে নাজমুল। যদিও এ বিয়ের কাবিননামা হাতে পাননি তিনি। তবে নিজের প্রথম স্ত্রীর কথা গোপন রাখে নাজমুল।

নাজমুল তার সাথে গোপন মুহূর্তের ভিডিও এবং স্থিরচিত্র মোবাইলে ধারণ করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন।

৩ জন আসামিই হুমকি দিয়ে টাকা আদায় করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সম্প্রতি নাজমুল ও তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ