বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে “দ্বিতীয় স্বাধীনতা” বলে কিছু নেই। যারা এ ধরনের কথা বলেন, তারা প্রকৃতপক্ষে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব খাটো করতে চান।
তিনি বলেন, “যারা একাত্তরের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা রাখেননি, তারাই আজকের স্বাধীনতা দিবসের মর্যাদাকে ছোট করার চেষ্টা করেন। আমি বলব, তারা যেন এখানেই বিরত থাকেন এবং মহান স্বাধীনতা দিবসের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন।”
আজ বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, “এখন আমরা দলীয় আদর্শের ভিত্তিতে আলাদা অবস্থানে থাকলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন সংকটে পড়বে, তখন সবাই এক হয়ে যাবে।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বিএনপি প্রধান উপদেষ্টার ঘোষণার ওপর আস্থা রাখতে চায়। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। এখানে আমরা বিশ্বাসের পরিবর্তন করতে চাই না।
নির্বাচন না হলে বিএনপির পরবর্তী পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “নির্বাচন হবে না, এমনটা আমরা বিশ্বাস করি না। তেমন কিছু হলে সময় এলে দেখা যাবে।”
গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চায়, কিন্তু আমি বলব, এটা আসলে একাত্তরের স্বাধীনতারই পুনঃপ্রতিষ্ঠা।
তিনি সবাইকে মহান স্বাধীনতা দিবসের মর্যাদা রক্ষা করার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।