দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট ভাঙার জন্য নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে চালু করা হয়েছে ‘জনতার বাজার’। যে বাজারে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য বিক্রি হচ্ছে। বাজারে স্থিতিশীল পরিস্থিতি না আসা পর্যন্ত এই কার্যক্রম চলমান রাখবেন বলে জানান আয়োজকরা।
আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ৭টা থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ‘জনতার বাজার’ চালু হয়।
সরেজমিন গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা জনতার বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং সবজি পণ্যের পসরা সাজিয়ে বিক্রি করছেন। বুধবার সকাল থেকেই সড়ক পথের যাত্রীরা ও স্থানীয়রা এই বাজার থেকে পণ্য ক্রয় করছেন। আয়োজকরা জানান, সকাল থেকে শুরু হওয়া এ বাজারটির কার্যক্রম দুপুর পর্যন্ত চলবে বলে।
জনতার বাজারে চাল, আলু, ডিম, কচু, লাউ, বেগুন, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ ও বিভিন্ন রকমের শাক বিক্রি হচ্ছে। এর মধ্যে চালের কেজি ৪৫ টাকা, আলুর কেজি ৫৪ টাকা, প্রতি হালি ডিম ৪৯ টাকা, পেঁয়াজের কেজি ১৩০ টাকা ও বেগুনের কেজি ৫৫ টাকা।