বিতর্কিত কনটেন্ট তৈরির অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে আপত্তিকর ও অশালীন ভঙ্গিতে উপস্থিত হতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয় তুমুল সমালোচনা।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, তমা রশিদ যেভাবে নিজেকে প্রকাশ করেছেন, তা দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। তিনি একজন গণমাধ্যমকর্মী হিসেবে সমাজে নেতিবাচক প্রভাব ফেলছেন বলেও অভিযোগ করা হয়েছে।
আইনি নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার খান এম নাসির উদ্দিন। ভিডিওটি দেখে তার ‘সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে’ উল্লেখ করে, আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তমা রশিদ এর আগে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনায় যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি সোশ্যাল মিডিয়ার জন্য নানা ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করে আলোচনায় আসেন।
এ বিষয়ে তমা রশিদ কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বরাবরই বলে আসছেন, ‘নিজস্ব পরিচয় তুলে ধরাই তার কাজ’।
আইনি নোটিশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা আরও বেড়েছে। অনেকেই একে ‘অভিনয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ’ বললেও, অনেকে এটিকে সামাজিক অবক্ষয় রোধের একটি উদ্যোগ হিসেবে দেখছেন।