দেশজুড়ে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের শিক্ষার্থীরা। সোমবার(১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সাতমাথা থেকে ঢাকা-বগুড়া সড়ক দিয়ে ইয়াকুবিয়া মোড় হয়ে জলেশ্বরীতলা এলাকা প্রদক্ষিণ করে।
এসময় মিছিলে প্রতীকী এক দণ্ডপ্রাপ্ত ধর্ষককে রাখা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই প্রতীকী ধর্ষকের মাথায় জম টুপি পড়িয়ে কোমড়ে রশি বেঁধে দুই দিক থেকে দু’জন নারী শিক্ষার্থী তাকে টেনে নিয়ে যেতে দেখা যায়। প্রতিবাদ মিছিলে তাদের পেছনে থাকা প্রায় শতাধিক শিক্ষার্থী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আজ দুপুর ১২টার দিকে শিক্ষার্থী শহরের প্রাণ কেন্দ্র সাতমাথায় অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় সামাবেশে বক্তরা মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় পালিয়া থাকা অন্যান্য ধর্ষকদের অবিলম্বে গ্রেফতারসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।