রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িরভেতর ঢুকে পড়েন। এ সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধানমন্ডি ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান নিতে দেখা গেছে।
এর আগে, গতকাল রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী বুধবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
এরপর শেখ হাসিনা ভাষণ দেওয়ার সময় ধানমন্ডি-৩২ অভিমুখে “বুলডোজার মিছিল” করা হবে বলে অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে আজ রাতে শেখ হাসিনার ভাষণ দেওয়ার আগেই ৩২ নম্বরে এ হামলার ঘটনা ঘটলো।
এদিকে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসনাত আব্দুল্লাহর নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলা হয়েছে, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।