নওগাঁয় কৈশোর বান্ধব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদরের চকপ্রাণ উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০৭নভেম্বর) দিনব্যাপী এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে কৈশোর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নওগাঁয় কৈশোর বান্ধব ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান। ইয়্যূথ গ্রুপ এর সদস্য চৈতি সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: জাবেদ ইকবাল, নওগাঁ সদর উপজেলার শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলাম, মা ও শিশু কল্ল্যান কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা: সালমা আক্তার, সংস্থাটির নওগাঁ জেলা ইয়ুথ মবিলাইজার ফারজানা রেজা রুমি প্রমূখ।
অনুষ্ঠানে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা, জেন্ডার সমতা, বাল্য বিবাহ, স্বাস্থ্য সম্মত টয়লেট, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, স্বাস্থ্য বিজ্ঞান এবং শারিরীক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও খেলাধুলা ও কুইজ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
বিদ্যালয়ের ক্যাম্পেইনে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১০০ জন শিক্ষার্থী, শিক্ষক এবং ইয়ুথ গ্রুপের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন এই প্রতিযোগীতায়। শেষে চিত্রাঙ্কণ, বিতর্ক প্রতিযোগিতা ও কুইজের পুরুষ্কার বিতরণ করা হয়।