নড়াইলের লোহাগড়ায় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো: মোস্তফা কামালকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা । শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল উপজেলার উত্তর মঙ্গলহাটা গ্রামের মো: আকরাম শিকদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সদস্য ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ মে) সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে উপজেলার মঙ্গলহাটা এলাকায় সমির শিকদারের বাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা মোস্তফা কামালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়
গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে ১১টার দিকে তার মৃত্যু হয়। মোস্তফা কামালের বুকে ও পিঠে গুলির জখমের চিহ্ন রয়েছে বলেও জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার জেরে মোস্তফা কামালের সমর্থিত লোকজন ওই রাতেই একই এলাকার সাবেক (ইউপি) সদস্য আকরাম হোসেন লিপুর সমর্থিত লোকজনের বাড়ি ঘিরে হামলা চালায়।
এ সময় তারা গুলি করে ফয়সাল শেখ (২৪) ও পলাশ মোল্যা (৩৫) কে আহত করেছে। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়।
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, নিহত মোস্তফা কামালের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।