নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে মো: মিরাজ মুন্সি (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১২মে) বিকেল ৪টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায়।
নিহত মিরাজ মুন্সি উপজেলার সরুশুনা গ্রামের মো: বিপুল মুন্সীর ছেলে। সে স্থানীয় এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনের ৯বম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে মাঠে গরু চড়াতে যায়। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুর হয়।