নাটোরের সিংড়ায় বিয়ের ৪ দিনের মাথায় নববধূ নুপুর বেগমের (২৮) লাশ পড়ে ছিল নিজ ঘরের বিছানায়। রবিবার (০৭ এপ্রিল) ভোরে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বাইগুনি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নববধূর স্বামী মো: আজমল হক পলাতক রয়েছেন।
নিহত নববধূর চোখ, মুখ, ২ হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন সিংড়া থানা পুলিশ।
নাটোরের সিংড়ায় বিয়ের ৪ দিন পর নববধূর মৃত্যুর বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম জানান, বুধবার (০৩ এপ্রিল) উপজেলার বাইগুনি গ্রামের মো: আজমল হকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পার্শ্ববর্তী নন্দীগ্রাম থানার চাপিলা গ্রামের মো: লুৎফর রহমানের মেয়ে নুপুর বেগমের বিয়ে হয়। হঠাৎ রবিবার ভোরে সেহরির সময় নববধূর মৃত্যু সংবাদ পান এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের লাশটির ময়নাতদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিহত গৃহবধূ এবং তার পলাতক স্বামী উভয়েরই পূর্বে অন্য জায়গায় বিয়ে হয়েছিল। সেখানে এ বিয়ের আগেই ছাড়াছাড়ি হয়েছে বলেও জানা গেছে।