নাটোরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিগত সরকারের ‘গণহত্যার’ বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (১০ মে) বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা শহরের কানাইখালী এলাকা থেকে একটি মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “সাবেক সরকার গণতন্ত্র ধ্বংস করে দেশজুড়ে সন্ত্রাস ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল। জনগণের আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতা হারিয়েছে। এখন সময় এসেছে তাদের বিচার নিশ্চিত করার।”
তারা আরও দাবি করেন, ‘আওয়ামী লীগ’ নামটি এখন জনগণের কাছে ঘৃণার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই দলটিকে নিষিদ্ধ ঘোষণা ও অতীত ‘গণহত্যার’ বিচার সময়ের দাবি বলে উল্লেখ করেন তারা।
সমাবেশে বক্তারা নতুন প্রজন্মকে রাজনৈতিক সচেতনতা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শিশির মাহমুদ, সদস্য সচিব সামিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী আসিকুর রহমান, রেজা রাব্বানি, শশী খাতুনসহ অন্যান্য নেতারা।