কক্সবাজারের টেকনাফের লেদা সীমান্তসংলগ্ন নাফ নদ থেকে তিন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয়দের দাবি, সোমবার (১২ মে) দুপুরে নদে নামার পরই তাদের ধাওয়া করে ধরে নিয়ে যায় সশস্ত্র এই গোষ্ঠী।
আরাকান আর্মির হাতে আটককৃতরা হলেন, সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা সবাই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া এলাকার বাসিন্দা।
হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, “তারা জেলে কি না নিশ্চিত নই। তবে স্থানীয়দের কাছ থেকে জেনেছি, তারা তিনজন নৌকা নিয়ে নদে নেমেছিলেন। এ সময় আরাকান আর্মি গুলি চালায় এবং পরে ধাওয়া দিয়ে ধরে নিয়ে যায়। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।”
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “তিন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানও। তিনি বলেন, “তারা কি প্রকৃত জেলে, না মাদক সংশ্লিষ্ট—তা এখনো স্পষ্ট নয়। কারণ ওই এলাকাটি মাদকপাচারের জন্য পরিচিত। তদন্ত চলছে। যদি তারা জেলে হয়ে থাকে, তাহলে কূটনৈতিকভাবে তাদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে।”
বিজিবির দেওয়া তথ্যমতে, গত বছরের ৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউন আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে নাফ নদ ও বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের অন্তত ২০৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে সশস্ত্র এ গোষ্ঠী। এর মধ্যে বিজিবির একক প্রচেষ্টায় এখন পর্যন্ত ১৮৯ জনকে কয়েক দফায় ফেরত আনা সম্ভব হয়েছে