জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ মনে করেন, সাবেক তথ্য উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন।
সোমবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টের সঙ্গে নাহিদ ইসলামের সঙ্গে এক মুহূর্তের ছবিও যুক্ত করেন হাসনাত।
জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বের প্রতি তার আস্থা ও প্রত্যাশার কথা জানান হাসনাত। তিনি লেখেন, “দেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম জন্মদিনের শুভেচ্ছা।
এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, নাহিদ ইসলাম একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে এ সম্ভাবনার কথাও উল্লেখ করেছিলেন তিনি।