রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা ও ডিবি পুলিশ নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করেছে। এসময় তার সঙ্গে থাকা এক তরুণকেও আটক করা হয়।
এর আগে, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সুবা। সে বরিশালের একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ওই সময় পরিবারের লোকজন সুবার খোঁজ না পেয়ে সোমবার (০৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব।
পুলিশ জানায়, মোহাম্মদপুর এলাকার সিসিটিভি ফুটেজে আরাবি ইসলাম সুবার সঙ্গে হাত ধরে হাটতে দেখা যায় একজন তরুণকে। নওগাঁয় ওই তরুণের বাড়ি থেকেই কিশোরীকে খুঁজে পাওয়া গেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে আবারও বের হয়ে যায় ওই কিশোরী।
এ ঘটনায় মেয়ের বাবা অসহযোগিতা করছেন বলে দাবি করে এডিসি জুয়েল রানা বলেন,‘পুলিশকে সহযোগিতা করা দরকার। গত কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করছে।