বগুড়ার শেরপুর উপজেলার বোংগা গ্রামে গড়ে ওঠা স্বনামধন্য “রেশমা কৃষি উদ্যোগ” খামার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় খামার পরিদর্শন শেষে তিনি দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. তবিবর রহমান, সাবেক চেয়ারম্যান মো. দবির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
খামার পরিদর্শনের সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “রেশমা তার স্বামী বা বাবার পরিচয়ে বড় হয়নি, বরং নিজের প্রচেষ্টায় আজ সারা দেশে পরিচিত।
আমাদের দেশের অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতী রয়েছেন, যারা শুধুমাত্র চাকরির পেছনে ছুটছেন। কিন্তু চাকরির পেছনে না ছুটে যদি তারা রেশমার মতো উদ্যোক্তা হয়ে ওঠেন, তাহলে নিজেরা স্বাবলম্বী হবেন এবং দেশকেও এগিয়ে নিয়ে যাবেন। সরকার সবসময় এমন উদ্যোগের পাশে আছে এবং থাকবে।”
প্রশিক্ষণার্থী ও খামার মালিকরা জানান, “রেশমা কৃষি উদ্যোগ” শুধু একটি খামার নয়, এটি একটি সফল উদ্যোগের প্রতীক। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে এটি বহু মানুষের জীবনে পরিবর্তন এনেছে। জেলা প্রশাসকের এই পরিদর্শন আমাদের আরও অনুপ্রাণিত করেছে