আগামী ফেব্রুয়ারিতের নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন সকালে সিলেটে পৌঁছেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফেরাত এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে যান মির্জা ফখরুল। দোয়ার আগে তিনি দুই ওলির মাজার জিয়ারত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন,‘বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছেন, আমরা বিশ্বাস করি সেটি সফল হতে চলেছে। আমরা আশাবাদী, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন নিয়ে আলোচনা চলছে, সেই নির্বাচনই দেশের রাজনীতিকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনবে।’
তিনি আরও বলেন,‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, সেখানে এই নির্বাচন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই পথেই গণতন্ত্র ফিরবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে, আর দেশ সঠিক পথে এগিয়ে যাবে।’
মির্জা ফখরুল বলেন,‘আমরা দীর্ঘ ১৫ বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়ছি। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছেন। আমাদের ১৭০০ জনেরও বেশি নেতাকর্মী নিখোঁজ, যাদের মধ্যে সিলেটের সাহসী নেতা এম ইলিয়াস আলীও রয়েছেন।’
দলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,‘জুলাই-আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিএনপির, বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের পক্ষ থেকে সম্মান ও সহানুভূতি জানাই।’