নির্বাচনের সময় জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে মূল সংস্কারগুলো করতে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচনের সময় জানিয়ে সেনাপ্রধান বলেন, যাতে আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হতে পারে সে জন্য তিনি যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেবেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এসব কথা বলেছেন।
গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সেনাবাহিনীর সদস্যরা কোনো রকমের বাধা দেয়নি। আর এতেই শেখ হাসিনার ভাগ্য বদলে যায় এবং ১৫ বছর ক্ষমতায় থাকার পর এই স্বৈরাচারী শাসক পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার জানিয়েছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ওপর তার পূর্ণ সমর্থন আছে।
একই সাথে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করার একটি রূপরেখার কথা জানিয়েছেন সেনাপ্রধান। তিনি জানান, যাই হোক না কেনো আমি ড. ইউনূসের পাশে থাকবো। যাতে করে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।