বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে পড়বে। “আমরা চাই দ্রুত নির্বাচন হোক। কারণ সময় যত গড়াবে, ততই সংকট বাড়বে। বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, বিচারব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।”
সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরের পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।
সভায় মির্জা ফখরুল বলেন, “আমরা গণতন্ত্র চাই, একটি নির্বাচিত সরকার চাই, যার পেছনে জনগণের সমর্থন থাকবে। বিনা নির্বাচনে প্রতিষ্ঠিত কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারে না।” তিনি আরও বলেন, “বাংলাদেশ চিরকাল দরিদ্র থাকবে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যে স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়া, যে লক্ষ্যে গ্রামে গ্রামে গিয়ে খাল কেটেছিলেন তিনি। যে গণতন্ত্রের গান গেয়ে মানুষকে উজ্জীবিত করেছিলেন খালেদা জিয়া।”
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “মানুষের কাছে যান। এমনভাবে থাকুন, যাতে কেউ আঙুল তুলে বলতে না পারে, আপনারা অন্যায় করছেন, জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ভালোবাসা দিয়ে মানুষকে পাশে আনতে হবে। প্রস্তুতি নিতে হবে সেই নির্বাচনের জন্য, যেটা জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করবে।”
এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। আমরা “সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সময়ক্ষেপণ করলে বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে। দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।”