২০২৫ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে রাজনীতি ও অর্থনীতিতে ততো বেশি সংকট সৃষ্টি হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচন নিয়ে বিলম্বিত করার কোনো কারণ নেই। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই নির্বাচন দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
যেহেতু নির্বাচন কমিশন (ইসি) গঠন হয়েছে এবং স্টেবেলিটি এসেছে, তাই নির্বাচন যত বিলম্ব হবে রাজনীতি ও অর্থনীতিতে ততোই সংকট তৈরি হবে। সেইজন্য চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করা যেতে পারে। নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরণের ব্যবস্থা নিতে পারি আমরা।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোনো প্রশ্নই উঠে না। কারণ জনগণের ফোকাস এখন জাতীয় নির্বাচন নিয়ে। জনগণ ঠিক মতো ভোট দিতে পারেনি। সে কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। কেননা স্থানীয় সরকার দেশ পরিচালনা করে না, পরিচালনা করে সংসদ।
বিএনপি এবং জামায়াত সবচেয়ে বেশি ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, ফ্যাসিবাদের বিচার অবশ্যই হবে। কিন্তু এ বিষয়ে তড়িঘড়ি করা যাবে না।
প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই। বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব হতেই পারে। প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি স্বকীয়তা রয়েছে। এইজন্য নির্বাচন প্রয়োজন।