নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে মো: রাজু (২৮) নামের এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজধানীর ভাটারা থানার বসুমতি আনসার ক্যাম্পের গেটের পাশে এ ঘটনা ঘটেছে। নিহত রাজুর চাঁদপুর সদর উপজেলার মো: শাহাবুদ্দিনের ছেলে। তিনি ভাটারা বসুমতি এলাকায় একটি মেসে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মায়ের দোয়া লামিয়া রেস্টুরেন্ট’ এর কারিগর হিসেবে কাজ করতেন রাজু। মাঙ্গলবার সকালে হোটেলের সামনে দাঁড়িয়ে রান্নার কাজ করছিলেন রাজু। এ সময় রাস্তার বিপরীত পাশে নির্মাণাধীন একটি ১০ তলা ভবন থেকে ১টি লোহার পাইপ রাস্তায় পড়ে ছিটকে গিয়ে রাস্তার বিপরীতে দাঁড়িয়ে থাকা রাজুর পেটে ঢুকে যায়।
সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজুর অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে যুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, নিহত রাজুর মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশকে অবগত করা হয়েছে।