নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর উত্তরার ১১ ও ১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সংগঠনটির সদস্য মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে বলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কিছু সক্রিয় সদস্য আজ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ নামের একটি সমাবেশ পালন-সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে।
গতকাল রাতে এমন সংবাদেরি খবর পায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসির) একটি আভিযানিক দল । এর পরিপ্রেক্ষিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় সিটিটিসির একটি টিম অভিযান চালিয়ে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, নিষিদ্ধ সংগঠন গিযবুত তাহরীর আজ রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির ডাক দেয়।