নীলফামারীর সদরে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে জেলা শহরের জোরদরগাহ মসজিদের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহতারা হলেন, মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার কর্মকর্তা মো: নূরে আলম সিদ্দিকী (৩৬) এবং জলঢাকা উপজেলার মৎস্য কার্যালয়ের অফিস সহায়ক মো: আবু তাহের (৫৭)। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক মো: শাহাবুদ্দিনকে (৩২) নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নূরে আলম সিদ্দিকী নওগাঁ জেলা সদরের খাস নওগাঁ গ্রামের মো: আসাদ আলীর ছেলে এবং আবু তাহের নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর নিজপড়া গ্রামের মৃত মো: রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সৈয়দপুর থেকে সিএনজিযোগে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় জেলা শহরের জোরদারগা মসজিদের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি পিকাআপ ওই সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই নূর আলম সিদ্দিকী ও আবু তাহের নামে ২ যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন সিএনজিচালক শাহাবুদ্দিন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত সিএনজিচালককে হাসপাতালে পাঠায়।
নীলফামারীর সদরে সড়ক দুর্ঘটনার বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক মো: তানভীরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার সাথে জড়িত পিকআপ ও চালকের অনুসন্ধান চলছে।