নেত্রকোণায় প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় অভিমানে মো: রহিমল হাসান বাবু (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের পাইলটি গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রহিমল হাসান বাবু উপজেলার ওই গ্রামের মো: হাবিবুল মিয়ার ছেলে। তারা দুজনেই ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতো।
নিহতের পরবিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুর সঙ্গে ওই মেয়েটির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাবু ও তার প্রেমিকা দুজনেই ঢাকায় থাকতো। সেখানে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঈদের ছুটিতে তারা বাড়িতে আসে। এরপর ওই মেয়ের বিয়ের জন্য আলোচনা করতে থাকে মেয়েটির পরিবার। একথা শুনে বাবুর স্বজনরা মেয়েকে বিয়ের জন্য পারিবারিকভাবে আলোচনা করতে তাদের বাড়িতে যায়।
তবে বাবুর সঙ্গে ওই মেয়েটিকে বিয়ে দিতে পরিবারের লোকজন রাজি হননি। ক্ষোভে প্রেমিকার পরিবারকে আত্মহত্যার হুমকি দেন বাবু। গত শুক্রবার রাতে মেয়েটির অনত্র্য বিয়ের তারিখ ঠিক করে তার পরিবার। ক্ষোভে নিজে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাবু।
স্থানীয় (ইউপি) সদস্য সাজন মিয়া জানান, বাবুর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। অন্যত্র বিয়ের কথা পাকাপাকি হওয়ায় ক্ষোভে সে আত্মহত্যা করেছে। তবে মেয়ের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
নেত্রকোণায় প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা করতে আবেদন করেছেন নিহত বাবুর বাবা। ঘটনা তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।