নেত্রকোনার সদরে ৪০ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) সকালে সদর উপজেলার রাজুরবাজারস্থ আল মদীনা বেকারীর সামনের সড়ক থেকে চিনিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনার সদরে ৪০ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেপ্তারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান জানান, সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা থেকে দুটি কার্গো ট্রাকে করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি টাঙ্গাইল জেলায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি টিম রাজুরবাজারস্থ আল মদীনা বেকারীর সামনের সড়কে চেকপোস্ট স্থাপন করে।
চিনি বহনকারী কার্গো ট্রাক ২টি ঘটনাস্থলে পৌছলে ৮০০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, মো: রানা মিয়া (৪৭) ও মো: শান্ত (২০)। জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। এ ব্যাপারে মডেল থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।