ময়মনসিংহের মুক্তাগাছায় নেশাজাতীয় ৯৮৫টি (বুপ্রিনরফিন) ইনজেকশনসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে র্যাব-১৪। রবিবার (১৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৫ এপ্রিল) সকালে র্যাব-১৪-এর কোম্পানির স্কোয়াড কমান্ডার মুহাম্মদ জাহিদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বামী ও স্ত্রীকে আটকের বিষয়ে জানানো হয়েছে। আটককৃতরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের বাসিন্দা মো: জাহিরুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী ভানু বিবি (৪৫)।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রবিবার(১৪ এপ্রিল) বিকেলে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জুলফিকার আলী ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে র্যাবের একটি দল বিশেষ অভিযান চালায় উপজেলার ভাবকির মোড় এলাকায়। এ সময় তারা জাহিরুল ও তাঁর স্ত্রী ভানু বিবিকে আটক করে।
জব্দকৃত নেশাজাতীয় ইনজেকশনের বাজারমূল্য আনুমানিক প্রায় দেড় লাখ টাকা। জাহিরুল ও ভানু বিবি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জেলায় বুপ্রিনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রি করে আসছিলেন বলে জানায় র্যাব। আটককৃতদরে বিরুদ্ধে মামলা দায়েরের পর আসামিদের মুক্তাগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।