নোটিশ ছাড়াই বাঁধ খুলে দেওয়ায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে ভারতের সঙ্গে বংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং কোনো নোটিশ ছাড়াই পানির গেট খুলে দেওয়ার কারণে ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসিফ মাহমুদ। এই দুটি কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভাঙার কারণ হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
বুধবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
ফেসবুক পোস্টে আসিফ লেখেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, কোনো নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ ব্যাপারে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’