নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় যুক্তরাষ্ট্রে তৈরি ১টি পিপ্তল, ১টি দেশীয় শ্যুটার গান, ১২টি বোমা সদৃশ ককটেল, ৯টি গুলি, ২টি ড্রেগার ও দুটি কিরিচউদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক।
এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেট এলাকার কাউছার মিয়ার ব্রিক ফিল্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরকি ইউনিয়নের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে মো: নবীর উদ্দিন (৫০) ও হাজী আব্দুল মতিনের ছেলে মো: ইমাম হোসেন (৫০)।
জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকায়।
এসময় সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভোবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা দৌঁড়ে পালানোর চেষ্টার সময় সেখান থেকে দু’জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হবে।