নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নোয়াখালীর সূবর্ণচরে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক মো: সবুজ (৫২) ও পথচারী নুরুল হক বাচ্চু (৫৯) নামে দুইজন নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (২০ নভেম্বর) ভোরে ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হন নুরুল হক বাচ্চু। পথে সোনাপুর চেয়ারম্যানঘাট সড়কের ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, রবিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর চেয়ারম্যানঘাট সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে ট্রাক্টর ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিন জন যাত্রী গুরুতর আহত হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে অটোরিকশা চালক মো: সুবজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত মো: নুরুল হক বাচ্চু উপজেলার চরজুবলী ইউনিয়নের মৃত আব্দুল লতিফের ছেলে এবং সিএনজি চালিত অটোরিকশা চালক মো: সবুজ হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির নোয়াখালীতে সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।